রাশিয়ার বৃহত্তম রাতের আকাশপথ হামলায় কিয়েভে ইউক্রেনের প্রধান সরকারি ভবন প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবারের এই হামলায় তিনজন নিহত হয়েছেন, তাদের মধ্যে এক শিশু রয়েছে। ধ্বংসস্তূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, প্রথমবার শত্রুর হামলায় সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হলো। ভবনের ছাদ ও ওপরের তলাগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। সকালে সূর্য ওঠার পর রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা ঐতিহাসিক পেচেরস্কি জেলার ওই ভবনের ওপরের তলায় আগুন ও ঘন ধোঁয়া উঠতে দেখেন। ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাতে রাশিয়া ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৭৫১টি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। ২০২২ সালে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা। রাজধানীর সামরিক প্রশাসন...