চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির সঙ্গে আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে কম জল ঘোলা হয়নি। অনেকে এটাও ধরে নিয়েছিলেন যে আফ্রিদি আর দীঘি হয়ত বিয়েও করবেন! তবে বরাবরই দুজনে এই সম্পর্ককে শুধুই বন্ধুত্বের বলে জানিয়েছেন। শেষ পর্যন্ত দেখা গেল, আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই, তবে পাত্রী দীঘি নন। পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে সম্প্রতি আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর নানা ঘটনা উঠে আসে। চলে আসে দীঘি-আফ্রিদির প্রেমের ঘটনাও। এবার আফ্রিদির বিষয়ে স্পষ্টভাবে কথা বললেন দীঘি। আফ্রিদির সঙ্গে কিভাবে পরিচয় তা জানিয়ে দীঘি বলেন, ‘মাই টিভির একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওটাতে সে অ্যাংকর ছিল। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়। এবং তারপরে ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ রেডি ছিলাম না ওটা এতো ভাইরাল হবে।’ তৌহিদ আফ্রিদি...