রাশিয়ার ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার ভোরে চালানো এই হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম কিয়েভের মন্ত্রিসভা ভবন সরাসরি হামলার শিকার হলো। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শনিবার রাতভর কিয়েভে রাশিয়া রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার সংখ্যা আট শতাধিক। সর্বশেষ হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে। প্রতিরক্ষা বাহিনী বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও সেগুলোর ধ্বংসাবশেষ ৮টি স্থানে গিয়ে পড়ে। প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো জানিয়েছেন, হামলায় মন্ত্রিসভা ভবনের ছাদ ও ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “শত্রু প্রতিদিন দেশের মানুষের ওপর ভয়ের সঞ্চার করছে।” তিনি আরও জানান,...