বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেনাবাহিনী ৮০০-এর বেশি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে।পদসমূহ:১০তম থেকে ২০তম গ্রেডভুক্ত বিভিন্ন অসামরিক পদযোগ্যতা:প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী পদভেদে আবেদন করা যাবেবয়সসীমা:১৮ থেকে ৩২ বছর (বয়স শিথিলযোগ্য)স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৬ পদে বড় নিয়োগআবেদন ফি:২০০ টাকাআবেদনের সময়সীমা:১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫আবেদন পদ্ধতি:শুধু ডাকযোগে আবেদন গ্রহণযোগ্যগুরুত্বপূর্ণ সতর্কবার্তাসেনাবাহিনীর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট সেনানিবাসের তত্ত্বাবধানে পরিচালিত হয়। নিয়োগ সংক্রান্ত সব ধরনের তথ্য ও কার্যক্রম সরাসরি সেনানিবাস থেকে সম্পন্ন করা হয় এবং নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হয়।- প্রতারক বা দালালের প্রলোভনে পা দেবেন না- কেউ অর্থ বা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন- ভুয়া তথ্য, জাল সনদপত্র বা ভুল তথ্য প্রদান করলে চাকরির যেকোনো...