ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইতোমধ্যে ইশতেহার দিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। শিক্ষার্থীদের মন জয় করতে সবাই নানারকম প্রতিশ্রুতি দিয়েছেন। শিক্ষার্থীদের অনেকে বলছেন এসব প্রতিশ্রুতি পুরোনো এবং এগুলো বাস্তবায়নে প্রশাসনের ভূমিকাই বেশি, ডাকসুর ভূমিকা কম। ডাকসু নির্বাচনের ইশতেহারগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, বামপন্থি জোট সমর্থিত ‘প্রতিরোধ পরিষদ’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’ এবং স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ ঘুরে ফিরে প্রায় একইরকম প্রতিশ্রুতি দিয়েছে। সবাই বলছে ডাকসু ও হল নির্বাচন প্রতিবছর নিশ্চিত করা হবে, শিক্ষার্থীদের সবার জন্য পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিত করা হবে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইত্যাদি। এসব প্রতিশ্রুতির অনেকগুলো ডাকসুর...