আফগানিস্তানে বেড়ে ওঠা সিদ্দিক বারমাক একজন সিনেমা প্রজেকশনিস্ট হওয়ার স্বপ্ন দেখতেন। একটা সময়ে তিনি বুঝতে পারেন তিনি আসলে নির্মাতা হতে চান। এর মাধ্যমে কার্যকর সামাজিক ভূমিকা রাখতে চান তিনি। ১৯৮৭ সালে তিনি চলচ্চিত্র পরিচালনায় দক্ষতা অর্জন করেন। ১৯৮৮ সালে, তিনি তার প্রথম তথ্যচিত্র শর্ট ফিল্ম তৈরি করেন, যার নাম ছিল ‘দ্য ডিজাস্টার অফ উইদারিং’ এবং ১৯৯১ সালে তিনি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র ‘দ্য হাদিস অফ কনকোয়ার’ চিত্রায়িত করেন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সিদ্দিক কাবুলে থাকাকালীন আফগান চলচ্চিত্র সংস্থার প্রধান ছিলেন, কিন্তু তালেবানরা যখন নিয়ন্ত্রণ নেয়, তখন চলচ্চিত্র নির্মাণ নিষিদ্ধ করা হয় এবং বারমাক প্রথমে উত্তরে, তারপর পাকিস্তানে পালিয়ে যেতে বাধ্য হন।আরো পড়ুন:নিরবে দেশে এসেছেন শাবানাসালমান না কি শাকিব, কাকে এগিয়ে রাখলেন মিশা সওদাগর? ২০০১ সালে আমেরিকান নেতৃত্বাধীন আক্রমণের ফলে...