ক্রিকেট মাঠে কত ব্যতিক্রম ঘটনাই দেখা যায়। তবে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসেই কখনো দেখা যায়নি। কানাডা বনাম স্কটল্যান্ড ম্যাচে ইনিংসের প্রথম দুই বলে আউট হয়েছেন দুই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়টি নেই।আন্তর্জাতিক টেস্ট শুরু হয় ১৮৭৭ সালে। সে হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে ১৪৮ বছর ধরে। টেস্ট, ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে কখনও ইনিংসের প্রথম ২ বলে কোনো দলের দুই ওপেনার আউট হননি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ঘটেছে মূল ঘটনা।টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। প্রথম ওভার করতে আসেন পেসার ব্র্যাড কারি। তার প্রথম বলেই খোঁচা দিয়ে স্লিপে মার্ক ওয়াটের হাতে ক্যাচ দেন কানাডার ওপেনার আলি নাদিম। তিন নম্বরে ব্যাট করতে নামেন পারগত সিংহ।...