একটি ঝকঝকে সুন্দর হাসির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে পরিষ্কার, দাগহীন দাঁত। কিন্তু নানা কারণে আমাদের দাঁতে হলদেটে বা কালচে দাগ পড়ে যায়—যা কেবল সৌন্দর্য নষ্ট করে না, আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে।অতিরিক্ত চা-কফি পান, ধূমপান, তামাকজাত দ্রব্য গ্রহণ, দাঁতের প্রতি অযত্ন—এইসব কারণে দাঁতের ওপর কালো বা হলুদ ছোপ পড়ে। ভালো খবর হলো, কিছু ঘরোয়া উপায় মেনে চললে এই দাগ অনেকটাই দূর করা সম্ভব।চলুন জেনে নেই ঘরেই থাকা জিনিস দিয়েই দাঁতের দাগ দূর করার ৬টি কার্যকরী কৌশল।১. লেবুর খোসা ও লবণকেন কাজ করে:লেবুর খোসায় থাকে ভিটামিন C এবং অ্যাসিডিক উপাদান, যা দাঁতের দাগ তুলতে সহায়তা করে। আর লবণ প্রাকৃতিক স্ক্রাবার।পাওয়ার ব্যাংকের ভুল ব্যবহার হতে পারে বিপদের কারণযেভাবে ব্যবহার করবেন:এক টুকরো লেবুর খোসায় সামান্য লবণ লাগিয়ে দাঁতে ঘষুন। ১–২ মিনিট পর কুলকুচি করে...