বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের। সম্প্রতি জুলাই বিপ্লব নিয়ে সমালোচিত বক্তব্য দেওয়ায় এ ব্যবস্থা নিয়েছে দলটি। বর্ষীয়ান নেতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখা রাখা ফজলুর রহমানের পদ স্থগিত হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনীতিতে। এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে সম্প্রতি প্রশ্ন করা হয়। সম্প্রতি সাংবাদিক খালেদ মুহিউদ্দীন তার গণমাধ্যম ঠিকানায় টকশোতে গয়েশ্বরকে প্রশ্ন করেন, বিএনপিতে কি মুক্তিযোদ্ধারা অবহেলিত হচ্ছেন? ফজলুর রহমান সম্প্রতি যেসব বক্তব্য দিয়েছেন এমন সুরে তিনি আগেও কথা বলেছেন। এখন কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। গয়েশ্বর রায় বলেন, ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, তার আলাদা মর্যাদা রয়েছে। একজন মুক্তিযোদ্ধা বলে কোনো অপরাধ করলে তার বিচার করবেন না? ফজলুর রহমানের বক্তব্যের ভেতরে গত কয়েকমাস ধরে আক্রমনাত্বক শব্দপ্রয়োগ দেখছি।...