এই ঘটনায় পুলিশের ওপর হামলা চালানো হয় ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় পুলিশ অবশ্য মামলা করেছে। ঘটনাটি জানার পর বেদনাহত ও ভীত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।নুরাল পাগলার লাশ পোড়ানোর এ বর্বর ঘটনাকে সাধারণ মানুষের পাশাপাশি নিন্দা জানাচ্ছেন ধর্মীয় বয়ান কারীরাও। আলোচিত ইসলামী বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী একটি ইসলামিক মাহফিলে নুরাল পাগলার লাশ পোড়ানো নিয়ে কথা বলেছেন।তাহেরী বলেন, ‘আমি দেখেছি, নুরাল পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কুফরি করে থাকে, সে যদি একদিন করে থাকে, একমাস করে থাকে, আপনি একজন মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার...