বিশিষ্ট বামপন্থি রাজনীতিক এবং বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রবিবার (৭ সেপেটম্বর) দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন সই করা এক বিবৃতিতে বদরুদ্দীন উমরের পরিবারের সদস্য, সহকর্মী ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বিবৃতিতে বলা হয়, ‘বদরুদ্দীন উমরের রাজনৈতিক বক্তব্য ও অবস্থানের সাথে জাসদের রাজনৈতিক বক্তব্য ও অবস্থানের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকলেও এ দেশের বামপন্থি রাজনৈতিক নেতাকর্মীদের মার্কসীয় রাজনীতির পাঠদানে বদরুদ্দীন উমরের অবদান জাসদ শ্রদ্ধাভরে স্মরণ করে।’ বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। শোকবার্তায় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, ‘বদরুদ্দীন উমর ছিলেন সমাজ পরিবর্তনের সংগ্রামে...