ঢাকা: শ্যামসুন্দর চক্রবর্তী এক জন বিশিষ্ট সাংবাদিক, দেশপ্রেমিক ও বক্তা। তার জন্ম ১৮৬৯ খ্রিস্টাব্দের ১২ জুলাই বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের পাবনা জেলার বারেঙ্গ গ্রামে। পিতার নাম হরসুন্দর চক্রবর্তী। ছাত্রাবস্থাতেই তার বিপ্লবী অনুশীলন সমিতির সাথে যোগাযোগ ছিল।কিন্তু সেসময় তার পিতৃবিয়োগের কারণে স্নাতকস্তর পর্যন্ত পড়াশোনার পরই ১৮৮৯-৯০ খ্রিস্টাব্দে শিক্ষকতার কাজ নেন। কিছুদিন পর কলকাতায় চলে আসেন। প্রথমে অ্যাংলোভেদিক স্কুলের শিক্ষক নিযুক্ত হন এবং “প্রতিবেশী” নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকাটিই পরে ‘পিপল অ্যান্ড প্রতিবেশী’ নামে দ্বিভাষিক পত্রিকায় রূপান্তরিত হয়।সাংবাদিকতার সূত্রেই তিনি স্বদেশী আন্দোলনে অংশ নিতে আরম্ভ করেন। ক্রমে স্বদেশী দলের অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল প্রমুখ নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠতা হয় ও তাদের সমপর্যায়ের নেতারূপে গণ্য হন। নিজের পত্রিকার প্রকাশনা বন্ধ হলে তিনি বিখ্যাত বিপ্লবী পত্রিকা “বন্দে মাতরম” এর সম্পাদনা শুরু করেন।...