বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তঘেঁষা সাতক্ষীরা জেলা প্রাকৃতিক সম্পদ, কৃষি, মৎস্য ও মানবসম্পদের কারণে দীর্ঘদিন ধরে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। চিংড়ি রপ্তানি থেকে শুরু করে কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি প্রয়োগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প ও বিদেশে কর্মরত জনশক্তির রেমিট্যান্স—সবকিছু মিলিয়ে এই অঞ্চল দেশের অর্থনৈতিক ভান্ডার হিসেবে বিবেচিত। কিন্তু একইসঙ্গে সাতক্ষীরা দীর্ঘদিন ধরে উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে উপেক্ষিত হয়ে আসছে। রবিবার (৭ সেপ্টেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের উপদেষ্টা আফসার আলী, আহ্বায়ক ইকবাল মাসুদ, সদস্য মোস্তফা বকুলুজ্জামান, এস এম মেহেদী হাসানসহ অন্য সদস্যরা অভিযোগ করেন, নানা সংকট ও সম্ভাবনা থাকা সত্ত্বেও জেলাটি প্রয়োজনীয় বরাদ্দ পাচ্ছে না। নেতৃবৃন্দ জানান, সাতক্ষীরায় প্রতিবছর হাজার কোটি টাকার মাছ ও চিংড়ি রপ্তানি হয়, যা বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস। জেলার লবণাক্ততা–সহিষ্ণু কৃষি প্রযুক্তি নতুন দৃষ্টান্ত...