জুলাই মাসে বাড়ার পর অগাস্টে সার্বিক মূল্যস্ফীতি ফের কমার খবর দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। রোববার প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, অগাস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ, যা গতবছর অগাস্টে ১০ দশমিক ৪৯ শতাংশ ছিল। এ বছর জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। সে হিসেবে অগাস্টে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। অগাস্টের মূল্যস্ফীতির এই হার ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২২ সালের জুলাইয়ে এই হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৮ দশমিক ২৯ শতাংশ মূল্যস্ফীতির মানে হল, ২০২৪ সালের অগাস্ট মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের অগাস্টে কিনতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ২৯ পয়সা। গতবছর জুলাই মাসে আন্দোলনের ধাক্কায় সার্বিক মূল্যস্ফীতি উঠেছিল...