পূর্ণিমা অসাধারণ এক দৃশ্য। কয়েকশ বছর আগে যখন বিদ্যুতের আলো ছিল না তখন পূর্ণিমা ছিল আকাশের সবচেয়ে চমৎকার দৃশ্য, যা রাতের বেলায় আশপাশকে আলোয় ভরিয়ে দিত। পূর্ণিমার সঙ্গে এবার যোগ হয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ, যা বাংলাদেশ থেকে দেখা যাবে। এ চাঁদকে বলা হচ্ছে ‘সুপার ব্লাড মুন’। প্রকৃতির স্বাভাবিক নিয়মেই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এ গ্রহণ সম্পর্কে মানুষের মধ্যে রয়েছে অনেক কৌতূহল। গ্রহণ নিয়ে প্রচলিত আছে নানান পৌরণিক উপকথাও। একই রেখায় সূর্য ও চাঁদের ঠিক মধ্যবর্তী স্থানে যখন পৃথিবী আসে, কেবল তখনই চন্দ্রগ্রহণ হয়। এ সময় সূর্য দর্শকের পেছনে অবস্থান করার ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় চলে যায়। আগামী রোববার থেকে সোমবার অর্থাৎ সাত থেকে আট সেপ্টেম্বর তারিখে হতে যাওয়া পূর্ণ চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ নাম দেওয়া হয়েছে, যা দেশের আকাশ...