অপ্রত্যাশিতভাবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাঙ্ক্ষিত পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতে নিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনধারার পরিচালক জিম জারমাশ। পারিবারিক কমেডি ধাঁচের ছবি ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ তাকে এই সম্মান এনে দিয়েছে। এটি তিন পর্বের একটি কাহিনি, যেখানে সরল কমেডির আঙ্গিকে দেখানো হয়েছে বাবা-মা ও প্রাপ্তবয়স্ক সন্তানের মধ্যকার টানাপোড়েন। সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক পর্যালোচনা পেলেও স্বর্ণসিংহ পুরস্কারের জন্য ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’কে ফেভারিট মনে করা হয়নি। কিন্তু সবাইকে চমকে দিয়ে ঠিকই পুরস্কারটি বাগিয়ে নিলেন ৭২ বছর বয়সী জিম জারমাশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ইতালির ভেনিস শহরের লিদো দ্বীপে পালাৎসো দেল সিনেমা ভবনের মঞ্চে স্বর্ণসিংহ প্রাপ্তির পর তিনি বলেন, ‘আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করি, তাদের কাছে প্রতিযোগিতা ঠুনকো বিষয়। তবে এই অপ্রত্যাশিত সম্মান আমি সত্যিই গভীর কৃতজ্ঞচিত্তে গ্রহণ করছি।’ ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’...