০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ ও মেধা অন্বেষণের অন্যতম বড় আয়োজন হলো ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা। দীর্ঘ দুই দশক পর আবারও এই প্রতিযোগিতা শুরু হওয়ায় নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রতিযোগিতাকে আরও স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সফলভাবে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, শিশু-কিশোরদের মেধা অন্বেষণের বড় প্ল্যাটফর্ম হচ্ছে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা। এই আয়োজনকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে মন্ত্রণালয় ও বিটিভি কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে। সচিব মাহবুবা ফারজানা জানান,...