প্রথমবারের মতো ইউক্রেনে সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতভর চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভে অবস্থিত মন্ত্রিপরিষদ ভবন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো জানান, এই হামলায় প্রথমবারের মতো কিয়েভের পেচেরস্কি জেলার মন্ত্রিপরিষদ ভবনে আগুন লাগে। উদ্ধারকারীরা আগুন নেভাচ্ছেন।আরো পড়ুন:রাশিয়া-ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি ও সৌদি সেনা মোতায়েনের চিন্তাকিয়েভে রাশিয়ার হামলায় তিন শিশুসহ নিহত ১৪ রাশিয়া-ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি ও সৌদি সেনা মোতায়েনের চিন্তা ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো ফেসবুকে এক পোস্টে বলেন, “শত্রুরা প্রতিদিন সারা দেশে আমাদের জনগণকে আতঙ্কিত করছে। ভোরে রাশিয়ার আক্রমণে কিয়েভের মন্ত্রিপরিষদ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রথমবারের মতো ভবনটিতে আঘাত হানা হয়েছে। রাজধানীর অন্য স্থানে একটি গুদাম, ১৬ তলা আবাসিক ভবন এবং একটি চার তলা...