বোনের ছেলেকে হত্যার পর মেয়েকে বেঙ্গালুরুর একটি অনাথ আশ্রমে দিয়ে আসার পরিকল্পনা করেন অম্বিকা। তবে অটোভাড়া করে শিশুটিকে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন ওই নারী। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করলে সে হত্যার কথা স্বীকার করে।গবেষণা /বরফ পিচ্ছিল হয় কেন, প্রচলিত ধারণা বদলে দিল গবেষণাপুলিশের তদন্তে উঠে এসেছে, বোনের ওপর প্রতিশোধ নিতে তার দুই সন্তানের ক্ষতির চেষ্টা করেছিলেন অম্বিকা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বোনের বাড়িতে আশ্রয় পায় সে। কিন্তু কয়েক দিনের মধ্যেই কিছু পারিবারিক এবং বৈষয়িক জিনিস নিয়ে দুই বোনের ঝগড়া হয়। এর প্রতিশোধ নিতেই সে নৃশংসতার পথ বেঁচে নেয়।এ ঘটনার দুই বছর পুলিশ আদালতে চার্জশিট জমা দিলে গত শুক্রবার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পুলিশের তদন্তে উঠে এসেছে, বোনের ওপর প্রতিশোধ নিতে তার দুই সন্তানের ক্ষতির চেষ্টা করেছিলেন অম্বিকা। স্বামীর...