০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পিএম জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা খুব দ্রুত পদত্যাগ করতে যাচ্ছেন। রোববার জাপানি জাতীয় সম্প্রচার সংস্থা এনএইচকে এই কথা জানিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এর মধ্যে রাজনৈতিক বিভক্তি থেকে দূরে চাপতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘোষণাটি এলডিপি নেতৃত্বাধীন জোটের জুলাইয়ের নির্বাচনে ঐতিহাসিক পরাজয় ও উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারানোর কয়েক সপ্তাহ পর হল। নির্বাচন পরবর্তী সময়ে পদত্যাগের সম্ভাবনা অস্বীকার করলেও, অবশেষে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ইশিবা বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে এবং নির্বিচারে পরিচালিত হচ্ছে।‘ তার এই সিদ্ধান্তকে জাপানের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে, বিশেষ করে এমন সময়ে যখন এলডিপি অভ্যন্তরীণ দ্বন্দ্ব...