সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার অলিখিতভাবে থেমে গেছে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তিনি আর দেশে ফিরতে পারেন না, জাতীয় দলেও সুযোগ পান না। কিন্তু চুটিয়ে খেলে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। সেই সাকিবকেই দেখা গেল এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে। সংযুক্ত আরব আমিরাতে আগামী মঙ্গলবার শুরু হবে এশিয়া কাপের নতুন আসর। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট দুই দিন শুরুর আগে এশিয়ার সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। এই একাদশে পাকিস্তানের শহিদ আফ্রিদির সঙ্গে স্পিন বোলিং অল-রাউন্ডার হিসেবে বাংলাদেশ থেকে শুধু সাকিবেরই জায়গা হয়েছে। ক্রিকইনফোর একাদশে ভারত থেকে আছেন সর্বোচ্চ ৪ জন। শ্রীলঙ্কার তিনজন, পাকিস্তানের দুইজন, আর আফগানিস্তান থেকেও আছেন শুধু একজন। ওপেনিংয়ে রাখা হয়েছে দুই লঙ্কান কিংবদন্তি সনৎ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনেকে। পরের তিনটি জায়গায় আছেন যথাক্রমে- ভারতের...