‘প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ’— এই স্লোগানে গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন ফিরে আসতে না দেওয়াসহ নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ার শপথ নিয়েছেন আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদ পরিষদের প্রার্থীরা।রোববার (০৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান, জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদপ্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ কেন্দ্রীয় ছাত্রসংসদ এবং হল সংসদের প্রার্থীরা শপথবাক্য পাঠ করেন। দুপুর ১টায় জাতীয় সংগীতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীতের পর সবাই শপথবাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মোটা দাগে আটটি বিষয়ে শপথ নেন ছাত্রদল সমর্থিত হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদ...