নিজস্ব প্রতিবেদক : ২০১৭ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে চট্টগ্রামের মীরসরাইয়ে ভারতীয় আদানি গ্রুপকে জমি বরাদ্দের বিষয়ে আলোচনা হয়। প্রথমে ১,০৫৫ একর জমি চাওয়া হলেও পরবর্তীতে বাংলাদেশ ৯০০ একর জমি দিতে সম্মত হয়। এই জমি বরাদ্দের প্রেক্ষিতে ২০২০ সালের অক্টোবরে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা) এবং আদানি গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার উদ্দেশ্য ছিল একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) স্থাপন করা। এই চুক্তির আওতায় ২০২২ সালে বেজা ও আদানি গ্রুপ একটি যৌথ উদ্যোগে কাজ করার জন্য আরও একটি চুক্তি সই করে। উল্লেখযোগ্যভাবে, এই প্রকল্প ভারতের Line of Credit (LoC) এর অধীনে বাস্তবায়ন করা হবে, যেখানে শর্ত রয়েছে যে ৬৫% যন্ত্রপাতি ভারত থেকেই আমদানি করতে হবে। ২০১৯ সালে...