বরগুনায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়ায় নিজ বাড়ির ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গলাকাটা অবস্থায় আকলিমা আক্তার (২৭) এবং ঝুলন্ত অবস্থায় তার স্বামী স্বপন মোল্লার (৩২) মরদেহ পাওয়া যায়। পরে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এখন পর্যন্ত মামলা হয়নি। স্বজনদের অভিযোগ, স্বামী স্বপন মোল্লা নিয়মিত আয়-রোজগার না করায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। এর জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে...