নিজস্ব প্রতিবেদক : আপনার জমির নামজারী খতিয়ান বা মিউটেশন খতিয়ানে যদি কোনো ভুল থাকে—যেমন নামের বানানে ভুল, অংশ বসানোর গড়মিল, দাগ নম্বরের অসামঞ্জস্য, বা জমির মালিকানা সংক্রান্ত ভুল—তাহলে এসব ভুলের আইনি প্রতিকার পাওয়া সম্ভব। অনেক সময় দেখা যায়, মূল খতিয়ান হারিয়ে যায় বা কারও দ্বারা জালিয়াতির মাধ্যমে অন্যের নামে জমির খতিয়ান করে নেওয়া হয়। এ ধরনের পরিস্থিতিতে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আপনি পুনরায় সঠিকভাবে খতিয়ান সংশোধন বা পুনরুদ্ধার করতে পারেন। যদি আপনার জমির মিউটেশন খতিয়ানে কোনো ভুল থাকে, তাহলে আপনি সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি সাদা কাগজে আবেদন করতে পারেন। এই আবেদনের সাথে ভুল সংশ্লিষ্ট বিস্তারিত লিখিত বিবরণ এবং ২০ টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে। আবেদন পাওয়ার পর নির্ধারিত শুনানি অনুষ্ঠিত হবে এবং কাগজপত্র সঠিক প্রমাণিত হলে সহকারী কমিশনার...