বিএনপি নেতা ইশরাক হোসেনকে যখন ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে আন্দোলন চলছিল, তখন নগর ভবন বন্ধ থাকলেও প্রায় কোটি টাকার জ্বালানি খরচের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুদক। রোববার নগর ভবনে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। তিনি বলেন, “নগর ভবন ৪০ দিন বন্ধ থাকার পরও কোটি টাকার তেল খরচ দেখানো হয়েছে। এই তেল গেল কোথায়- সেই বিষয়েই আজ দুদকের এনফোর্সমেন্ট ইউনিট একটি অভিযান পরিচালনা করছে।” অভিযানে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র এবং অন্যান্য তথ্য সংগ্রহ করবে বলে জানান তিনি। প্রথম আলোয় বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনের কারণে ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল।...