গত ২ সেপ্টেম্বর শল্যবিদের কাঁচির নিচে যেতে হয়েছিল ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসুকে। এরপর থেকে তিনি ছিলেন হাসপাতালেই। তবে আজ হাসপাতাল থেকে রিলিজ পাচ্ছেন তিনি। পাওয়ার আধাঘণ্টার মধ্যেই তিনি হাজির হবেন নির্বাচনী প্রচারণায়। দেড়টায় হাসপাতাল থেকে বেরিয়ে মেঘমল্লার ২টা নাগাদ হাজির হবেন প্রেস ব্রিফিংয়ে। হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন একটি ফেসবুক পোস্টে। তিনি বলেন, ‘দুপুর দেড়টায় হাসপাতাল থেকে রিলিজ হব। দুপুর ২টায় মধুর ক্যান্টিনে একটা প্রেস ব্রিফিং করব। আড়াইটা থেকে যমুনা টেলিভিশনের জিএস বিতর্কে থাকব। সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রোগ্রামে থাকব। এরপর সাইন্স ফ্যাকাল্টির হল তিনটিতে প্রচারণা চালাব, ৬টা পর্যন্ত।’ অস্ত্রোপচারের পরপরই এভাবে চাপ নেওয়ার বিষয়টা ঝুঁকির। তবে সেটা মেনেই প্রচারণায় ফিরছেন, জানালেন তিনি। তার কথা, ‘খুবই ঝুঁকির কাজ হচ্ছে। অবশ্য কমিটমেন্ট তো কমিটমেন্টই। বলসিলাম...