বাংলাদেশের দ্রুত বর্ধনশীল স্কিনকেয়ার খুচরা বিক্রেতাদের মধ্যে অন্যতম সাবু শপ যমুনা ফিউচার পার্কে তাদের নতুন আউটলেট উদ্বোধন করেন। এর মাধ্যমে ক্রমবর্ধমান আসল স্কিনকেয়ার পণ্যের চাহিদা মেটাতে তাদের খুচরা উপস্থিতি আরও সম্প্রসারিত হবে।শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় যমুনা ফিউচার পার্কে তাদের নতুন আউটলেট উদ্বোধন করেন।উচ্চমানের স্কিনকেয়ার সাশ্রয়ী মূল্যে সরবরাহ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সাবু শপ গত সাত বছরে অনলাইন ও অফলাইনে শক্তিশালী সুনাম তৈরি করেছে। যা একটি অনলাইন স্টোর হিসেবে শুরু হয়েছিল, এখন তা হয়ে উঠেছে একটি বিশ্বস্ত জাতীয় ব্র্যান্ড, যার একাধিক আউটলেট ঢাকা ও দেশের বাইরেও বিস্তৃত।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেশ কয়েকজন সম্মানিত অতিধি ও আন্তর্জাতিক শিল্পনেতা, তাদের মধ্যে রয়েছেন:ড. ফাইক্কা রিয়াসাত, অ্যাস্থেটিশিয়ান ও ডার্মাটোলজিস্ট, নূরা সুলতানার সহপ্রতিষ্ঠাতা এবং এসকেআর হার্বানিকস, তুরস্ক এর বিজনেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর।মি. জুলকিফাল, ম্যানেজিং...