০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পিএম বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়কালে ভারতের আদানি গ্রুপকে মীরসরাইয়ে ৯০০ একর জমি দেওয়ার বিষয়টি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। এই সিদ্ধান্ত ও প্রকল্পকে কেন্দ্র করে দেশজুড়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি দেশের সার্বভৌমত্ব এবং স্থানীয় মানুষের স্বার্থের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ২০১৭ সালের ৭ থেকে ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিশেষ আমন্ত্রণে দিল্লি সফর করেছিলেন। এই সফরে দুই দেশের শীর্ষ বৈঠকে মীরসরাইয়ে আদানি গ্রুপকে ১০৫৫ একর জমি দেওয়ার বিষয়টি আলোচিত হয়। পরে বাংলাদেশ ১৫৫ একর কমিয়ে ৯০০ একর জমি দিতে সম্মতি জানায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দ্রুত কার্যক্রম শুরু করার ওপর জোর দেন। বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল...