হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘দক্ষিণ কোরিয়া সফরের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে মূলত অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।’ এ ছাড়া বাণিজ্য, প্রতিরক্ষা ও অসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়েও আলাপের সুযোগ তৈরি হতে পারে।এই সফরকে ঘিরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথেও বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ট্রাম্পকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর সময় এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ট্রাম্পও বলেছেন, তিনি কিমের সাথে দেখা করতে প্রস্তুত।ট্রাম্প বলেন, ‘আমি তা করব এবং আমরা আলাপ করব।উনি আমার সাথে দেখা করতে চান। আমরা তার সাথে বৈঠকের অপেক্ষায় আছি, আর সম্পর্ককে আরো ভালো করব।’তবে শি এবং কিম উভয়ের সাথে ট্রাম্পের সম্পর্ক এখন সূক্ষ্ম এক পর্যায়ে রয়েছে। সম্প্রতি বেইজিংয়ে শি জিনপিং, কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং...