চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নী সমর্থকদের সংঘর্ষের পরদিন পরিস্থিতি ‘স্বাভাবিক’ হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। রোববার সকাল থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে, খুলেছে দোকানপাট। ভবিষ্যতে যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য বিকালে দুইপক্ষকে নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটাহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে দুই পক্ষই নিজেদের মত করে চলে গেছে; এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহলও জোরদার আছে। “ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো পরিস্থিতি না হয়- সেজন্য মাদ্রাসা কর্তৃপক্ষ, সুন্নি সমর্থক- উভয় পক্ষের সাথে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ একটি বৈঠক অনুষ্ঠিত হবে।” চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রসাকে ইঙ্গিত করে ফেইসবুকে ‘অবমাননাকর’ পোস্ট দেওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে সুন্নী সমর্থকদের সংঘর্ষ ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে রাত...