সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য লেখক, গবেষক ও মার্কসবাদী তাত্ত্বিক বদরুদ্দীন উমরের মৃতদেহ শহীদ মিনারে রাখা হবে সোমবার। সেদিন সকাল ১০টা থেকে শ্রদ্ধা জানানো যাবে বলে জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেছেন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দীন উমরের জানাজা হবে। এরপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে। সেখানে প্রয়াতের মা-বাবা ও ফুফুর কবর রয়েছে বলে জানান ফয়জুল হাকিম। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০টা ৫ মিনিটে তার মৃত্যু হয়; তার বয়স হয়েছিল ৯৪ বছর। এক প্রশ্নের জবাবে ফয়জুল হাকিম বলেন, “বদরুদ্দীন উমরের মরদেহ হাসপাতাল থেকে তার রূপনগরের বাসায়...