এশিয়া কাপ খেলতে রোববার সকালেই দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। তার আগে অধিনায়ক লিটন দাস জানান, তারা সেরাটা দিয়েই ট্রফি জিততে চান।বাংলাদেশ দল দুই ভাগে এশিয়া কাপ খেলতে যাচ্ছে। তারই অংশ হিসেবে রোববার সকালে দেশ ছাড়েন অধিনায়ক লিটন দাস, সাইফ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসানসহ কোচিং স্টাফের সদস্যরা। সকাল সোয়া ১০টার ফ্লাইটে দুবাই গিয়ে সেখান থেকে আবুধাবি যাবেন তারা। দ্বিতীয় গ্রুপে সন্ধ্যা সাড়ে সাতটায় এশিয়া কাপ খেলতে যাবেন বাকি ক্রিকেটাররা।ফ্লাইট ছাড়ার আগে ফেসবুকে দেওয়া পোস্টে লিটন লিখেছেন, ‘আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই। আমরা কথা দিচ্ছি সংযুক্ত আরব আমিরাতে আমরা আমাদের সেরাটা দেব — একবারে একটি করে ম্যাচ খেলব, যার চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা।'এবারের এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ...