গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরির মামলায় দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে চুরির কথা স্বীকার করেছেন। সুন্দরগঞ্জ কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তাররা হলেন- ধাপেরহাট ইউনিয়নের ছাইগারি ইসলামপুর গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম (২১) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার জগ্ননাথপুর গ্রামের বাসিন্দা মনছুর আলী (৬৯)। এর মধ্যে খায়রুল ইসলাম আদালতে ক্যাবল চুরির কথা স্বীকার করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ধাপেরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) সেলিম রেজা বলেন, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের...