ফুটবল বিশ্বে দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ প্রায় ১৮ বছরের। ‘বুড়োবেলায়’ এসেও একে অপরের বিভিন্ন রেকর্ড ভেঙ্গে চলছেন। এবার বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে গোলের দিক থেকে বিশ্বজয়ীমেসিকেও ছাড়িয়ে গেলেন রোনালদো। শুধু তাই নয়, আর দুই গোল করলে বিশ্ব রেকর্ড গড়বেন পর্তুগিজ মহাতারকা। শনিবার রাতে ইউরোপ অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দারুণ করেছে পর্তুগাল। রোনালদো ও জোয়াও ফেলিক্সের জোড়া গোলে আর্মেনিয়াকে ৫-০তে হারিয়েছে তারা। এ ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে ৪০ বর্ষী পর্তুগিজ মহাতারকার ছিলেন মেসির সমান ৩৬ গোলে। আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে ৩৮ বর্ষী আর্জেন্টাইনকে ছাড়িয়ে গেলেন তিনি। রোনালদো গোলের সংখ্যা এখন ৩৮। তালিকায় শীর্ষে থাকা গুয়েতেমালার কার্লোস রুইজ, যার গোল সংখ্যা ৩৯টি। রুইজের রেকর্ড ভাঙতে রোনালদোর প্রয়োজন কেবল...