২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে মুছে দিয়ে আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ একটি নির্বাচন আয়োজন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি নির্বাচন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। এতে সবচেয়ে বড় অংশিদার রাজনৈতিক দল এবং তার পর নির্বাচন কমিশন। পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, পুলিশ রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। কোনো দলের দিকে ঝুঁকবেন না, জনগণের পাশে থাকতে হবে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে হবে। আরো পড়ুন :পুলিশের দক্ষতা বৃদ্ধির বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার পুলিশ ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে এবং মন্ত্রণালয় কোনো...