নিজস্ব প্রতিবেদক : দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (দুপুরের খাবার) চালু করা হচ্ছে শিগগিরই। চলতি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এর আগে চলতি বছরের জানুয়ারির মধ্যে এই মিড ডে মিল চালু করার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কার্যক্রম শুরু না হওয়ায় প্রশ্ন উঠলে উপদেষ্টা জানান, পুরনো বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) এর তথ্য অনুযায়ী প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) তৈরি করা হয়েছিল। পরে নতুন পরিসংখ্যানে দেখা যায়, অনেক জেলার দরিদ্র এলাকার চিত্র বদলে গেছে। ফলে প্রকল্পটি আবার নতুন করে সংশোধন করে একনেকে উপস্থাপন করতে হয়েছে। এতে কিছুটা...