তবে ক্ষমতায় আসার পরপরই নিম্নকক্ষ নির্বাচনে এলডিপি ও তার জোটসঙ্গী কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। পরবর্তীতে উচ্চকক্ষ নির্বাচনের ফলেও বড় ধাক্কা খেতে হয় ক্ষমতাসীন জোটকে। দেশটির ২৪৮ আসনের উচ্চকক্ষ ধরে রাখতে যেখানে অন্তত ৫০ আসন প্রয়োজন ছিল, সেখানে তারা পেয়েছে মাত্র ৪৭টি আসন। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভেতরে বিভক্তি এড়াতে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে। গত জুলাই মাসে উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর থেকেই ইশিবার ওপর চাপ বাড়তে থাকে। তিনি গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার পর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও এলডিপির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে ক্ষমতায় আসার পরপরই নিম্নকক্ষ নির্বাচনে এলডিপি ও তার জোটসঙ্গী কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। পরবর্তীতে উচ্চকক্ষ নির্বাচনের ফলেও বড় ধাক্কা খেতে হয় ক্ষমতাসীন জোটকে।...