ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনা সবক্ষেত্রে ব্যর্থ দাবি করে সরকারের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জোটের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। সম্মেলনে নেতারা বলেন, ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর সরকারি নীতি জন আকাঙ্ক্ষার বিপরীতে পরিচালিত হয়েছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে। সরকারের তৎপরতার মধ্যে সেন্টমার্টিন ও পার্বত্য চট্টগ্রাম মানবিক করিডর, মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত বিভিন্ন প্রকল্প বিদেশি ইজারাদারদের হাতে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য। গণতান্ত্রিক বাম ঐক্য নেতারা আরও অভিযোগ করেন, যুগপৎ আন্দোলনে রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিনাশ এবং নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গুপ্তঘাতকদের...