রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় বিক্ষোভ করে তারা। এ সময় তাদের দাবির প্রতি একাত্বতা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিক্ষোভের কারণে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ডা.হামিদা মোস্তফা, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন। আন্দোলনকারীরা বলেন, সরকার জনগণের আবেগ, আকাঙ্খা অনুধাবন না করে এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ভৌগোলিক...