০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম স্পেনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের কারণে বড় বিতর্কে পড়েছে ইসরায়েলি সাইক্লিং দল। লা ভুয়েল্তা প্রতিযোগিতায় নিজেদের জার্সি থেকে ‘ইসরায়েল’ নাম সরিয়ে নিয়েছে দলটি। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন পর্যন্ত। চলতি সেপ্টেম্বরে স্পেনে লা ভুয়েল্তা সাইক্লিং প্রতিযোগিতা চলাকালে এ ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণ দেখিয়ে ইসরায়েল-প্রিমিয়ার টেক দল ঘোষণা করে, প্রতিযোগিতার পুরো সময় তাদের জার্সিতে আর ‘ইসরায়েল’ নাম থাকবে না। এর আগে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে প্রতিযোগিতা বারবার ব্যাহত হওয়ায় দলটি এ সিদ্ধান্ত নেয়। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে টিআরটি ওয়ার্ল্ড জানায়, স্পেনে তীব্র বিক্ষোভের মুখে ইসরায়েল-প্রিমিয়ার টেক দল তাদের জার্সি থেকে দেশের নাম মুছে দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, “প্রতিবাদকারীদের আচরণ বিপজ্জনক হয়ে ওঠায় আমাদের সাইক্লিস্ট ও পুরো পেলোটনের...