রোববার (৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করে।বর্তমানে পুলিশের কয়েকটি টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। নিহতরা হলেন- দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের খালেক মোল্লার ছেলে স্বপন মোল্লা (৩২), পেশায় দিনমজুর ও তার স্ত্রী আকলিমা (২৭)। তিনি একই এলাকার দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের আব্বাস মৃধার মেয়ে। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে, বড় মেয়ের নাম সাদিয়া (৬) এবং আফসানা (১)। ঘটনাস্থলে উপস্থিত নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম বলেন, ভোরে ঘুম থেকে ওজু করতে গেলে বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, ‘আম্মি মোগো ঘরে চলেন মা কথা বলে না। আব্বাকেও দেখি না। আমি ঘরে গিয়ে দেখি আকলিমার গলাকাটা লাশ পড়ে আছে মেঝেতে। এসময় স্বপনকে খুঁজলে তার বিছানার ওপর মোবাইল পড়ে আছে পাশেই দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো...