বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, বাংলাদেশের মানুষ এবার নিজের ভোট নিজে দিবে। আমরা আশা করি আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। শনিবার (৬ সেপ্টেম্বর) নগরের দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণ এবার সৎ যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করবে।জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলদারদের প্রত্যাখ্যান করবে। তিনি সকলকে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানান। মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, সর্বস্তরের জনগণের কাছে আমাদের দাওয়াত পোঁছাতে হবে। জনগণকে ঐকবদ্ধ করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ক্ষমতায়...