ছোটপর্দায় নতুন রূপে ফিরছেন ভারতীয় অভিনেত্রী রণিতা দাস । দীর্ঘ বিরতির পর স্টার জলসার পর্দায় তাকে দেখা যাবে সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’-তে। এই ধারাবাহিকে রণিতার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ।ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে রণিতা বলেন, “এই লড়াইটা লড়তে পারব বলেই তো রাজি হয়েছি।” নতুন ধারাবাহিককে তিনি বর্ণনা করেছেন এক ‘বাঘিনী’র লড়াই হিসেবে। অভিনেত্রীর কথায়, “গল্পটা পুরো জানি না। শুরুটা শুনেই রাজি। এক ‘বাঘিনী’র লড়াই, এ ভাবেই বর্ণনা করা হয়েছিল। আমি আর ‘না’ বলিনি।'ছোটপর্দায় ‘মা’ হয়ে ফেরা প্রসঙ্গে রণিতা বলেন, ‘গল্প নতুন। জুটি নতুন। লড়াইটাও নতুন। সব নতুন ভাবে শুরু করতে চাই। আর ‘বাহা’ নয়, এবার দর্শকরা দেখতে পাবেন ‘শ্রী’-র লড়াই।‘মাতৃত্বের চরিত্রে অভিনয় করতে গিয়ে সাহসের প্রসঙ্গ উঠতেই রণিতা বলেন, 'আলিয়া ভাট বাস্তবে মা হয়ে নায়িকা হচ্ছেন।...