গ্রীষ্ম থেকে শরৎ কিংবা শীতে গেলে শুধু ত্বকের নয়, চুলের যত্নেও পরিবর্তন আনা জরুরি। সান ফ্রান্সিসকো-ভিত্তিক হেয়ারস্টাইলিস্ট ব্রেন্ডনেটা অ্যাশলি ওয়েলঅ্যান্ডগুড ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা কমতে থাকে। ফলে চুল ও মাথার ত্বক থেকে আর্দ্রতা হারিয়ে যায়।” এতে চুল ভঙ্গুর হয়ে ওঠে, সহজে ভেঙে যায় এবং মাথার ত্বকে শুষ্কতা, চুলকানি কিংবা খুশকির সমস্যা দেখা দেয়। নিউ ইয়র্ক সিটির `শ্যাফার ক্লিনিক ফিফথ অ্যাভিনিউ’-এর চর্মরোগ বিশেষজ্ঞ ডেন্ডি এঙ্গেলম্যানের মতে, "আর্দ্রতার ঘাটতি চুলের উজ্জ্বলতা, শক্তি এবং নমনীয়তা কমিয়ে দেয়। চুল দেখতে নিস্তেজ ও শুষ্ক হয়ে পড়ে।" লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট দিমিত্রিস জিয়ানেটোস যোগ করেন, “চুলের আগা ফেটে যাওয়া, স্থির বিদ্যুৎ (স্ট্যাটিক) জমা হওয়া ও জট লেগে যাওয়া খুব সাধারণ সমস্যা। তাই মৌসুমি ট্রিম বা চুল কাটা জরুরি।” ডেন্ডি...