লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা কামাল হোসেনের শাবলের আঘাতে জামায়াত নেতা সানোয়ার হোসেন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার ব্রহ্মপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন (২৯) কাঞ্চনপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ও এক সন্তানের জনক। নিহতের মা হাসিনা বেগম বলেন, কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তান আমাদের পরিবারের ওপর হামলা ও মারধর করে। শনিবার আমাদের সামনে প্রকাশ্যে শাবল (খন্তা) দিয়ে আমার ছেলে সানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারী জানান, পারিবারিক দ্বন্দ্বে সানোয়ারের মৃত্যু হয়েছে। আমরা এর তীব্র নিন্দা...