০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম ভিসির লিখিত আশ্বাসে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশন সহ সব আন্দোলন স্থগিত ঘোষণা করেছে। ভিসি অধ্যাপক ড. তৌফিক আলম তার প্রিয় শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান। অবকাঠামো উন্নয়ন ও পরিবহন সংকট সমাধান সহ ৩ দফা দাবীতে বৃহস্পতিবার দিবাগত মধ্যারাত থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আমরণ অনশন শুরু করেছিল। ঐ রতেই ভিসি অনশনস্থলে হাজির হয়ে ছাত্র-ছাত্রীদের দাবীর সাথে সহমত পোষন করে তা পুরনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়ে অনশন স্থগিতের আহবান জানান। কিন্তু শিক্ষার্থীরা ভিসির কথায় অনশন থেকে সরে না আশায় তিনি নিজেও রাতভর শিক্ষার্র্থীদের সাথে অনশনস্থলেই অবস্থান করেন। শুক্রবার বিকেলের দিকে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের স্যালাইন পদান সহ...