নিহতরা হলেন—গ্রামের দিনমজুর স্বপন মোল্লা (৩২) এবং তার স্ত্রী আকলিমা (২৭)। তাদের সংসারে ছয় বছরের মেয়ে সাদিয়া ও এক বছরের মেয়ে আফসানা রয়েছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিহত স্বপনের চাচাত বোন রাজিয়া বেগম বলেন, ভোরে সাদিয়া দৌড়ে এসে জানায়, মা কথা বলছে না, বাবাকেও দেখা যাচ্ছে না। এরপর তিনি ঘরে গিয়ে আকলিমার রক্তমাখা গলা কাটা লাশ দেখতে পান। কিছুক্ষণ পর ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় স্বপনের মরদেহও পাওয়া যায়। স্বপনের বড় ভাই কবির মোল্লা জানান, স্বপনের কারও সঙ্গে শত্রুতা ছিল না। তবে সে নিয়মিত কাজ না করায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আকলিমার বাবা আব্বাস মৃধাও মনে করেন, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রীকে বটি দিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। সদর থানার ওসি (তদন্ত)...