০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পিএম ‘আমার বড় ভাই শামীম ওসমান! ভাই কইছে যে মাদকের জিরো টলারেন্স।’ ঠিক এভাবেই গণমাধ্যমের সামনে ফ্যাসিস্ট শামীম ওসমানকে ভাই ডেকে নিজেকে ভালো বানানোর চেষ্টা করতো সম্প্রতি গ্রেফতার হওয়া অপরাধ জগতের আলোচিত নাম সেলিম মিয়া ওরফে সেলিম প্রধান। অনলাইন ক্যাসিনো চালিয়ে রাতারাতি কোটিপতি বনে যাওয়া এই ব্যক্তি শুধু অর্থ, ক্ষমতা বা নারী নিয়েই আলোচনায় আসেননি; বরং দেশে-বিদেশে গড়ে তুলেছেন এক বিস্তৃত অপরাধ সাম্রাজ্য। জানলে অবাক হতে হয়, সেলিম প্রধানের একজন নয়, দুজন নয় গোটা পাঁচজন স্ত্রী । যারা ছড়িয়ে আছেন বাংলাদেশ থেকে শুরু করে রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রে। যেই দেশেই গেছেন অপরাধ জগতের এই মাফিয়া সেখানেই যেনো করেছেন বিয়ে। তবে সবচেয়ে আলোচিত তার পঞ্চম স্ত্রী। যিনি বর্তমানে দেশের সরকারি...