চট্টগ্রাম:হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পর স্বাভাবিক রয়েছে জনজীবন। রোববার (৭ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন দৃশ্য। শনিবার যে স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এর আশেপাশের এলাকা ছিল অন্যান্য দিনের মত স্বাভাবিক। যথারীতি খুলেছে দোকানপাট।হাটহাজারীর সঙ্গে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সড়ক যুক্ত থাকায় প্রায়ই যানজট লেগে থাকে বাস স্ট্যান্ড মোড়ে। এদিনও ব্যতিক্রম ছিল না। বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে ছেড়ে গেছে বিভিন্ন বাস। জনজীবন স্বাভাবিক থাকলেও শনিবার রাতের ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাইছেন না স্থানীয়রা। এদিকে, ঘটনা মীমাংসায় রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দুই পক্ষকে নিয়ে মিটিংয়ে বসবেন বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। তিনি সাংবাদিকদের বলেন, প্রতিবছরের মত আমরা এবারও সতর্ক অবস্থানে ছিলাম। সারাদিন সবকিছু স্বাভাবিক ছিল। সন্ধ্যায় যখন পরিস্থিতি উত্তপ্ত হয় তখন...